সমানুপাতিক - সন্দীপ যাযাবর দত্ত


চেনা শব্দের অর্থ বদলে যায় প্রতিদিন,

বিভ্রান্ত হৃদয়ে, কবিতা আঁকড়ে ধরি,

শেষ পংক্তির মত জীবনের আকস্মিক বাঁক –

খুঁজে ফিরি অযথাই আমি।

 

হয়তো শীতঘুম ভেঙে জেগে ওঠে বীজ,

স্বপ্নেরা সব সবুজ লতার মতো ক্ষীণ,

আকর্ষ অবলম্বন জড়িয়ে ধরলে ভাবি,

আকাশ কোনো গন্তব্য নয়।

 

শহর ও সড়ক পাশাপাশি হেঁটে যায় রোজ,

নাগরিক ব্যস্ততা, শ্বাপদের মত সাবলীল,

অন্ধগলির মুখে রং মেখে দাঁড়িয়ে তুমিও,

বাসি শরীরের সাথে আবেগও বিক্রি হতে দেখি।

 

রাত্রির সাথে সব বোঝাপড়া শেষ হয়ে যায়,

ঘুমের শরীরে প্রিয় চাদরও কাফন হয় রোজ,

এখানে জেগে ওঠা অভ্যাস, নৈমিত্তিক,

বেঁচে থাকা, চিরাচরিত -- আদিম প্রথা।

 

গাঢ়তর কুয়াশায় আদলও আবছা হয় ক্রমে,

পাহাড়ের উতরাই ছুঁয়ে আসে অবসন্নতা,

বরফশীতল হাত নেমে আসে মুখে আর বুকে,

গিরিখাত সর্বজনীন, পাতা থাকে সমানুপাতিক।

Post a Comment

নবীনতর পূর্বতন