ওগো আমার জন্মভূমি,
তোমার কোলে জন্মেছি,
তুমি আমার মাতৃভূমি,
তোমায় বড় ভালোবাসি।
তোমার স্নেহের পরশ লাগি,
সাতটি ঋতুর ছোঁয়া লাগি,
আনন্দ ঘন মুহূর্তগুলি তোমার
কোলে বড়ই উপভোগ করি।
সবুজে, সবুজে উঠেছে ভরে,
জন্মভূমি ফুলে, ফুলে সজ্জিত,
তারই ফলে আমরা হই উজ্জীবিত,
ওগো আমার জন্মভূমি বড় প্রিয় তুমি।
ভালো থেকো, ভালো থেকো,
ভালোবেসো, ভালো রেখো সকলকে
পায়ে, পায়ে এগিয়ে চলব বাধা-বিপত্তি
ফেলে, 'যুদ্ধ নয়, শান্তি চাই' মানব অবশ্যই।
একটি মন্তব্য পোস্ট করুন