মোবাইলটা ভীষণ ভালো
বইয়ের সাথে আড়ি,
কঠিন প্রশ্ন চিন্তা যে নেই
গুগল দেখতে পারি।
খেলার মাঠ কমতে কমতে
যখন প্রায় শেষ,
মন আমার ফোনের মধ্যে
হারিয়ে নিরুদ্দেশ।
গল্প বলার মানুষগুলো
দেয় না সারা মুখে,
সবাই যে যার নিজের মত
ব্যস্ত ফেসবুকে।
অনলাইনে ক্লাসের পড়া
ফোনেতে চোখ রাখি,
আকাশে তখন মেঘের খেলা
গাছেতে ডাকে পাখি।
দিনের আলো কমতে থাকে
সাঙ্গ হয় বেলা,
মুঠোফোনে আটকে গেছে
সবুজ শিশুবেলা।
একটি মন্তব্য পোস্ট করুন