স্মৃতি - বাপী নাগ

 

স্মৃতি আমাদের বড়ই মধুর

সে বড়ই বেদনার

হৃদয়ে রয়েছে যে কত স্মৃতি

স্মৃতি যে দুজনার

 

কত যে স্বপ্ন জাগে অন্তহীন

ভাবনা তো সুমধুর

আমার এই ভাবনায় আছো 

তুমিযেওনা বহুদূর

 

আমার স্মৃতি বেদনার রূপ

অতীত মনে পরে

স্মৃতি যে আমার কথা বলে

সে তো মনের তরে

 

আজই স্মৃতি হারিয়ে গেছে

দেয় দুঃখ যন্ত্রণা

বেদনার এই এক ব্যথা সুর

দেখা তো দিল না

 

ঘুমের ঘর যে কত-ই নিরব

মনের এই উঠানে

হারানো এই স্মৃতি থেকে যে 

আমার এই মনে‌

 

আকাঙ্খা ভরা এ মন নিয়ে

কাটছে আমার বেলা

নদীর তীরে যে স্মৃতি খুঁজি 

কাটে যে সন্ধ্যা বেলা

 

Post a Comment

নবীনতর পূর্বতন