আবারো যদি নীলাকাশে
ওড়াই তোমার মন
বাঁধন ছিঁড়ে উড়বে কি তুমি
রূপের ঘূর্ণিপাকে?
যদি মাটির টানেই খুঁজি
আছড়ে পড়ার পথ
তাহলে কি ফিরবে তুমি
চলার জীবনস্রোতে?
হয়তো সে ছিল এক
কাঁটায় বিছানো পথ
হয়তো সে ছিল কোনো
ধোঁয়াশার যৌবন
তবু রাতের কবিতা ফুটেছে
গোলাপ হয়েই
ভোরের আলোয় পেয়েছি
মনের আলিঙ্গন।
আবারো সেই মৌমাছিরা
ফিরুক ফুলের নেশায়
ফাগুনের হৃদয়ে বাজুক
গুঞ্জিত শিহরণ
অবিরাম ঝরতে থাকুক
এক প্রণয়ীর অনুরাগ
উজানের খেয়ায় ফিরুক
স্পন্দিত সমীরণ।
শুধু একবার দেখবো প্রিয়ার
মিলনের অভিসার
ঘুমহীন জীবন স্রোতে
খুঁজবো চোখের জল
ছুটবো আবার ভালোবাসার
নিলয় অলিন্দে
রাতদিন শুনবো সেথায়
হৃদয়ের কোলাহল।
একটি মন্তব্য পোস্ট করুন