বদলাইনি আমরা - বিজুরিকা চক্রবর্তী


যুগ যুগ ধরে বদল হচ্ছে সবার-

তবুও আমি একই রকম আছি,

বাইরেটাকে বদলে যতই ফেলি-

চিরন্তনী হৃদয় নিয়েই বাঁচি।

'অনন্যাএই বিশেষ বিশেষণে

অন্য ক্ষেত্রে আমার গর্ব হয়,

কোথাও তবু সবার মতন হতে-

আমার সত্ত্বা পরিতৃপ্তময়

আমায় তুমি সবার মধ্যে পাবে,

প্রকৃতির এক অনবদ্য রূপ!

আমি-আমরা সবাই তো সে একই-

অমরত্ব আমার প্রতিরূপ।

বিপদ শব্দ তুচ্ছ আমার কাছে,

চাঁদ ও আমার মুঠোয় আছে ধরা,

শাসনস্নেহ রপ্ত সবই আমার,

উপেক্ষা করি হাজার ওঠাপড়া।

এ পৃথিবী এখনও বিদ্যমান-

আমি-আমরা বদলায়নি তাই;

আর যেখানেই পরিবর্তন আসুক-

'মাতৃত্বেইপরিচিত সবাই

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন