বহন - তিথি সরকার


 

চারিদিকের নৈঃশব্দ্যমায়ার জন্ম দেয়

রাত্রি যত বাড়ে মায়া আরও আষ্টেপৃষ্ঠে ধরে,

জানি না কেনতবে বুঝেছি -

এই নিয়ম অকাট্য করার দুঃসাহস আমার নেই

তোমাকে পাবো না ভেবেও আজন্মকাল অপেক্ষা,

আজ আর আমায় কাঁদায় না

বহু প্রতীক্ষার পর যখন 'তুমিনামক পুরুষটিকে দেখলাম,

তোমার নির্লিপ্ত আচরণ বুঝিয়েছিল -

সব মানুষ পূর্বজন্মের স্মৃতি বহন করতে পারে না

আজ তুমি বিশ্বের উজ্জ্বলতম নক্ষত্র,

হাজার তারার মাঝে প্রজ্জ্বলিত তারা,

তোমার জীবনের যাত্রাপথে আমি এক ভক্তমাত্র

অথচ কথা ছিল -

জ্যোৎস্নার আলো গায়ে মেখে,

আগামী সাতজন্ম কাটাবো আমরা

আজ বহন ও গোপনের ভারে ক্লান্ত হয়ে

লুকিয়ে রাখি নিজেকে,

কারণ হৃদয়ের ব্যথা বুঝতে দিতে নেই সবাইকে

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন