এই অসামঞ্জস্যের ঘোড়দৌড়ে,
তোমার বাদামি শহরের নীরব গুঞ্জনে
পথচলতি আলোহীন কিছু রাস্তাতে
হারিয়ে গিয়েছো কোনোদিন?
খুঁজতে চেয়েছো নিজের ঘরবাড়ি??
সেই মাঠের আলের শেষে মেঠো ঘরখানি
যেখানে সন্ধ্যা ঘনায় বিকাল শেষে,
তুলসীমঞ্চের শঙ্খধ্বনি...
সোনালী সূর্যাস্তে রং মাখে-
কিছু জোড়া শালিখের পালক।
ঠিক তখন বাচাল গরু মোষ এর পাল ছুটিয়ে
ধুলো মেখে ঘরে ফেরে রাখাল বালক।
রাত নামে কত নিস্তব্ধতায়-
রঙিন সূর্যোদয়ের অপেক্ষায়....
ভালোবাসে মানুষ যেখানে প্রাণভরে
নির্ভেজাল খুনসুটি ভরে।
সেখানে নেই খুব বেশি চাওয়া পাওয়া,
আছে শুধু প্রাণখুলে বেঁচে থাকা।
আছড়ে পড়লে প্রিয় মানুষের চোখের জল;
আঁকড়ে ধরে শীতল কঠিন বক্ষতল।
রাত নামে লণ্ঠনের ঠনঠন!
ভাঙা সাইকেলের ঝনঝন।
বাইরে কোথাও শিয়াল ডেকে ওঠে,
জীবন চলে গ্রাম্য ঠোঁটের কোলাজে।
ইচ্ছে হলে চলে এসো কোনোদিন
তোমার আমার সেই ইছামতির তীরে,
খুঁজে নিয়ে যেও একমুঠো গ্রাম্য ছেলেবেলা।
একটি মন্তব্য পোস্ট করুন