ছলনা - নবমিতা চ্যাটার্জী

 


নিরূপিত স্বপ্নকে ছোঁয়ার চেষ্টায় –

কষ্টতে মিশিয়েছি অপেক্ষার মৌতাত

ডুবসাঁতারে পার করেছি জীবনের সবুজ উপত্যকা

অশ্রুকে দিয়েছি ঐন্দ্রজালিক অঙ্গীকার

মনকে পুড়িয়েছি কৃতসংকল্পে

স্বস্তি পাওয়া যাবে এক জীবনস্বপ্ন হাতে ধরা দিলে...

 

স্বপ্ন এল সুদীর্ঘ স্বপ্নিল সফেন পথ পার করে –

সোনালী জীবন  তখন জরাগ্রস্তএতটা সময় পথ চলে;

স্বপ্নের স্পর্শে চমকে উঠলামসে অসাররিক্তহস্ত

আজকাল স্বপ্নও শিখে ফেলেছে স্বপ্নকে ফাঁকি দিতে;

সম্ভাবত জীবনের কাছেই শিখেছে এই মারণ কৌশল!

খোয়াবরা এখন আমার মতোই কপর্দকশূন্য!

মিথ্যা গন্তব্যের প্রাংশু ভ্রমণ শেষ করে ছলনার ষোলকলা পূর্ণ...

 


Post a Comment

নবীনতর পূর্বতন