ভিনদেশ - চঞ্চল শেখ

 


 

জীবন মানে কি জানি না

জীবনের কি খেলা

হয়তো ক্ষণিক সুখের মাঝে আছে দুঃখ এই তো মোদের জীবন মেলা৷

অতৃপ্ত আস্বাদ ঘড়ছাড়ি জীবনের আসা-যাওয়া জানি না কবে হবে অন্ত

পরিশ্রমের বোঝা বয়ে চলেছি ক্ষান্ত জীবনে হয়েছি বারবার ক্লান্ত

বনক্ষেতের পথ নানান রেলের আনাগোনা চলেছি জীবিকার উদ্দেশ্যে

দুর্ভাগ্যের ব্যাগ বয়ে চলেছি শত সাহারার পিপাসা নিয়ে ভিনদেশে

গৃহবধূর অশ্রুঝরা অপেক্ষা নয়ন তার ফেরার পথের পানে

দিন যায় রাত আসে কষ্টে কাটে রজনী সজনীর কথা পড়লে মনে৷

শৈশব গেল অভাবে আর দাম্পত্যে হলাম পরিযায়ী

ভিনদেশে মন বসে না জানি না কবে হবো স্বদেশে চিরস্থায়ী৷

 

Post a Comment

নবীনতর পূর্বতন