অহংকারী
ট্রামের আজ একশো পঞ্চাশ তম জন্মদিন। ১৮৭৩ সালে ২৪ ফেব্রুয়ারি কলকাতায় জন্ম
হয়েছিল তার। আর সেই জন্ম লগ্নে সকলের সে কি উচ্ছ্বাস ! সে এক অন্তহীন আনন্দ! রঙিন এক
বসন্ত দিনে সেদিনের সেই শিশু ট্রামের জন্মে, উৎসবে মেতেছিল সকলে। কলকাতার
উঠোন জুড়ে ছুটে হেঁটে দাপিয়ে বেড়াতে লাগলো, আর ক্রমশ হয়ে উঠলো জেদি আর
অহংকারী। তার সেই অহংকার অলংকার হয়ে ছড়িয়ে গেল।সকলের মধ্যে।
কিন্তু
সেই তার জন্মদিনে একি রূপ তার!
শুভ জন্মদিন , অথচ সে আজ বড্ড বেশি চুপচাপ আর ভাবুক , তবুও তাকে নিয়েই উৎসবে মেতেছে সকলে। আর আজকের দিনে তার এই মন মরা ভাব কি মানায় ! কৌতুহলী কেউ জিজ্ঞেস করে ওঠে তাই।
- “ট্রাম , কি হল তোমার?”
তা শুনে চোখ খোলে সে । শরীরটা বেশ কয়েক বার ঝাঁকুনি দেয়, তারপর সকলকে অবাক করে বলে ওঠে – “মন ভালো নেই তাই। আজ আমার জন্মদিনে সবাই এসেছে, কিন্তু … ! “
- “কিন্তু কি ?”
- “ট্রাম চুপ করে গেলে কেন ? বল !”
- “আসলে কলকাতার উঠানে সেদিন প্রথম আমায় যে হাঁটতে শিখিয়েছিল, আজ সেই ঘোড়া দুটোই যে নেই।“
চিত্র সৌজন্যঃ আন্তর্জাল
একটি মন্তব্য পোস্ট করুন