রঙের খেলায় হেরে গেছি আমি।
ছেঁড়া ক্যানভাসের পাতায় তুলির অক্ষম আঁচড়।
সব রঙই কেমন যেন ...ফ্যাকাসে।
বসন্তে শিমূল পলাশরা যখন বাসরসজ্জা রচনা করে
তখন রক্তে বাড়ে আমার শ্বেতকণিকা।
বিবর্ণ হয় রক্তের রং।
আকাশের নীল রংটাও চোখে পড়ে না।
গাঢ় অন্ধকার দেখি।
শুষ্ক আবিরের ছোঁয়ায় মন ভেজে না।
ঝর ঝর করে ঝরে যায় .....নিমেষে!
তবুও চেষ্টা করি – রং মাখার..... মাখানোর।
একটি মন্তব্য পোস্ট করুন