জোনাকি - পারমিতা মন্ডল

 

পাতার একটা ঘর বানিয়েছি

একটা একটা পাতা বুনে তৈরি

প্রথমে নিজেকে শিল্পী মনে হলো

ঠিক যেমন আমাদের বাবুই

সময় গেলে একটা একটা পাতা

শুকনো হয়ে খসে পড়ে সুতো থেকে

গোটানো পাতার শিরা উপশিরায়

আমার কাজ ও সময়ের আটকে থাকা

কিছুক্ষণ চুপ করে দেখলাম সেগুলো

নিজের শিরায় শিরায় কষ্ট প্রবাহ

শেষ পাতাটি খসে পড়ার পর

সুতোর কঙ্কাল হেসে উঠে বললো

ধরে রাখতে পারিনি তোমার ঘর

জোনাকি রাখতে ভুলে গিয়েছিলে

আমি আবার বানাবো পাতার ঘর

শুধু একটা জোনাকি চাই

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন