- কমল, অনেক আশা করে তোমার কাছে এসেছি। তোমার মত পার্টি পলিটিক্স করা লোকজনরা যদি আমাদের মত গরিব মানুষদের সাহায্য না কর, বিপদে আপদে পাশে না দাঁড়াও, তাহলে আমরা কোথায় যাই বল? চল্লিশ বছর ধরে ভাড়াটে রাখছি, কিন্তু এমন নটোরিয়াস ভাড়াটে কোনো দিন দেখিনি! পাঁচ বছর হয়ে গেল একটা টাকাও ভাড়া বাড়াতে পারিনি। এমনকি যেটুকু দেওয়ার কথা সেটাও সময় মত দেয় না। বেশি কিছু বললে, রেন্ট কন্ট্রোলে ভাড়া দেবে বলে হুমকি দেয়। কিছুতেই এটাকে তুলতে পারছি না! কিছু একটা করতেই হবে। কিন্তু কি করবো? আমারতো কোনো ক্ষমতা নেই।
- সেইজন্যইতো তোমাদের বলি হারুদা, বড়লোকদের অস্ত্র টাকা, গরিবদের অস্ত্র একতা। এই একতা বজায় রাখার জন্যইতো বলি দলে দলে পার্টিতে নাম লেখাও, পার্টি অফিসে এসো। নিজেরা এক হয়ে নিজেদের শক্তি বাড়াও। তোমাকে বারে বারে বলেছি বিপদ আপদ থেকে বাঁচার জন্য পার্টি অফিসে মাঝে মাঝে এসো। যদি তুমি নিয়মিত পার্টি অফিসে আসতে, তাহলে আজ তোমার পাশে কত লোক থাকতো! তোমার ভাড়াটে তোমাকে সমঝে চলতো! তোমাকে দেখে চমকাতো তোমার নটোরিয়াস ভাড়াটে। যা হয়ে গেছে, হয়ে গেছে। একদিনে কিছু হবে না। কাল থেকে পার্টি করা শুরু কর। কালকের মিছিলে এসো। তোমাকে মিছিলে দেখলে তবেই না নেতারা তোমার সমস্যা নিয়ে ভাববে। পার্টিকর্মীরা তোমার পাশে দাঁড়াবে।
- হ্যাঁ যাবো। অবশ্যই যাবো। তবে খালি হাতে নয়। ঝান্ডা হাতে যাবো।
পরের দিন যথা সময়ে ঝান্ডা হাতে হারু গেল মিছিলে।
- হারুদা এদিকে এসো। আমরা এক পাড়ার লোকরা, মিছিলের এক লাইনে থাকবো। তবেইতো আমাদের একতা নজরে পড়বে নেতাদের। তবেইতো তারা আমাদের সমস্যা নিয়ে মাথা ঘামাবে।
হারু ঘুরে দেখলো একমুখ হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে তার নটোরিয়াস ভাড়াটে।
চিত্র সৌজন্যঃ আন্তর্জাল
একটি মন্তব্য পোস্ট করুন