যা কিছু ব্যক্তিগত লুকনো স্পন্দন থেকে;
অনুভূতিগুলি হামা দিয়ে বেরিয়ে আসে
সৈকতের উচ্ছ্বাসের মতো ঝাউবনের দিকে।
নিজের অপূর্ণতা থেকে খুঁজে পাই কিছু বর্ণমালা,
শব্দের পর শব্দ বসিয়ে অনিন্দ্য নির্মাণ।
অবসর সময়ে ঘিরে ধরে সব ব্যর্থতাবোধ
আর হাত বাড়িয়ে ছুঁতে চাই তোমার স্বরূপ;
বুকের মাঝে যা কিছু শূন্যতা সব শুধু তুমি
চরম হাহাকার এসে তোমার খোঁজ করে যায় ।
এখনো রাত নামলে তোমাকে জড়িয়ে ধরি
আমি ফিরে পাই আমার যাবতীয় অহঙ্কার।
সব রাত জানে আমার হেরে যাওয়ার গল্প
সব প্রতিশ্রুতি জমা থাকে শুধু গোপন গহনে।
তুমি আগলে থাকো যেমন ঢেউ নিয়ে রাখে
সমুদ্রের সব গভীরতা; আর আমি দূরে অনেক দূরে
আশ্রয় নিয়ে থাকি তোমার ছায়ায়।
একটি মন্তব্য পোস্ট করুন