দিগন্ত কাঁদছে - বিবেক পাল


আজানের সুর-ধ্বনিতে জেগে উঠে দেখি

রাতের আঁধার ধীরে ধীরে যাচ্ছে সরে,

বৃক্ষের শাখে শাখে পাখিদের কাকলি 

 

দলছুট জোনাকি ভোরের আলোতে

হারিয়ে যায় কোনখানে ; কে জানে ,

অকাল বৃষ্টিতে ভেজা পথঘাটবাতাসে হিম 

 

মেঘ ছেঁড়া ভোরের আলোয় দেখলাম

বিষন্ন গৈরিক মাঠ –

মেঠো পথের দু'ধারে ফুটে আছে রক্তিম পলাশ

 

কলমী ছাওয়া বিল থেকে ভেসে আসে

সোঁদা সোঁদা গন্ধ –

এই পথ ধরেই যায় চলে সময়মহাকালের গর্ভে

 

"দিগন্ত কাঁদছে –

কলকাতার পথে ভিখারী মেয়ের মতো"

 

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন