কিছু বললেই লোকে ভাবে –
সেই পুরানো, ফুরানো কথা বুঝি!
কিছু লিখলেই লোকের সন্দেহ –
পুনরুক্তির পুনর্লিখন মাত্র!
আসলে লোকেরা বোঝে কই –
এই কথা মোটে সেই কথা নয়,
শুধু বর্ণগুলো এক,
অক্ষরগুলোও তা-ই,
তবুও বিবেচ্য বাচ্য এক নয়,
প্রতি কথা পুরানো কথার আড়ালে
নতুন-নতুন কথা বলে,
প্রতি বর্ণ, প্রতিটি অক্ষর
নতুন কিছুর প্রতিভাসে
উজ্জ্বল ও ইঙ্গিতে রহস্যময়।
অভিধানের গণ্ডি ছাড়িয়ে
বর্ণাক্ষরে কথাগুলি হৃদয়-উঠোনে
ধুলো-কাদা মাখে মহানন্দে,
দেখেও চেনা যায় না।
তাই ওদের সঙ্গে পরিচয় হয়
রূপান্তরে, বর্ণান্তরে –
নতুন বোধের দ্বারে,
যেন জন্মান্তরে।
একটি মন্তব্য পোস্ট করুন