থেমে যাওয়ার কথা ভাবলে সামনে ফুলের তোড়া হাজির হয়।
কবিতার গায়ে ছায়া পড়ে।
সন্ধ্যে নামতে অনেক দেরি।
রাস্তায় রকমারি পোষাক-পরিহিত মানুষের ব্যস্ততার মাঝে
ভিখিরির আর মরা কুকুরের রাস্তার ধার
দখল নিয়ে পড়ে থাকাও আছে।
এর বেশি সরাসরি বলা মানে রাজনৈতিকতার তকমা
দিয়ে জটিলতা বাড়ানো।
লম্বা পথ ঢুলুনি আনে।
কাটা গাছের শেকড়ে প্রতিহিংসা।
বাহবা দেওয়ার বেলা হাওয়া বয়ে যায়।
তোমার আমার মতন হাতরায় দিনের বেলা।
দ্বিধার বাইরে আর কিই বা বাকি থাকে সংশয়?
থেমে যাওয়ার কথা তবু ভাবলে
কিছুটা চোখরাঙানি কিছুটা খেলাচ্ছলে
ফুলের তোড়া হাজির হয়।
একটি মন্তব্য পোস্ট করুন