কানাই বাবু অনলাইন - বিশ্বজিৎ সেনগুপ্ত

 


 

অবসর নিলেও কানাইবাবু এখন গেস্ট লেকচারার। বিশেষ কারণে আজ তাঁকে অনলাইনে ক্লাস করাতে হবে। সরোজকে ওর অ্যানড্রয়েড ফোনটা আনতে বললেন। নিজের ফোনেই যথার্থ লিংকটা ওপেন করে ঠায় বসে থাকলো সরোজ

 

ক্লাসটা কমপ্লিট হতেই,পুলকিত কানাইবাবুর সে কী আনন্দ! যেন যুদ্ধ জিতেছেন!

বেশ কয়েকমাস পরে সেদিন ভার্সিটিতে কর্মচারীদের স্ট্রাইক চলছিল। প্রিন্সিপালের কাছ থেকে অনলাইন ক্লাস করানোর জন্য কানাইবাবুর কাছে বার্তা এল। এদিকে সরোজের শরীর খারাপ। কানাইবাবু জানিয়ে দিলেন, অনলাইন ক্লাস নিতে তিনি অপারগ। প্রিন্সিপাল বললেন,"সেদিন তো নিয়েছিলেন। তাহলে আজ না করছেন কেন!"

কানাইবাবু কিছু বলতে যাবেন, এমন সময় সার্ভার বিভ্রাটে ফোনটা কেটে গেল। কানাইবাবু সগতোক্তি করলেন, “ভালোই হলো। নাহলে এটা কীকরে বলতামসেদিন আমি শুধু লেকচারটাই দিয়েছি স্যার। বাকিটা ছিল সরোজের কেরামতি।"



চিত্র সৌজন্যঃ আন্তর্জাল

Post a Comment

নবীনতর পূর্বতন