জীবন যুদ্ধের দামামা বেজেছে, কান পেতে তোরা শোন
ঈষান কোনেতে মেঘ জমে আছে হাতের সময় গোন
পথঘাট আর স্টেশনের ধারে চায়ের কাপেতে ধোঁয়ায়
সত্যি বলার সাহস রাখে সে চোখেতে আগুন পোহায়
দিন শুরু হয় যাদের আজও জীবনের বাজি রেখে
প্রগতির পথে যুদ্ধে সামিল তাই ভাতে লবণ মেখে
এ যুদ্ধে নেই ঢাল তলোয়ার, নেই কোন মিসাইল
এ যুদ্ধে পথে নেমেছে দামোদর থেকে ইসমাইল
যুদ্ধে নেমেছে গণতন্ত্র সোচ্চার হোক সমাজ
দেশোদ্ধারের প্রতিশ্রুতি সংঘবদ্ধ আজ।।
একের পর এক উত্তরসুরী আসবে আর যাবে
একে অন্যের চলার পথে আলো জ্বেলে দিয়ে যাবে
সেদিন আর কোন প্রশ্ন হবে না উত্তর হবে আসান
বিজয়ার দিনে গঙ্গা বক্ষে অবক্ষয়ের ভাসান।।
কলম ধরেছে যে বা যারা যুদ্ধ জয়ের তরে
আমাদের ঘরে আমাদের সাথে তারাই তো বাস করে
তারাই ধরবে নৌকার কাছি, তারাই ভাঙবে ভুল
সমাজ শক্ত শিরদাঁড়া খোঁজে টাঙাতে যে মাস্তুল
সংগ্রাম শেষে বহু ক্ষয়ক্ষতি জীবনের ভিক্ষা চায়
চোখ ভিজে ওঠে গোধূলির আলো তাদের প্রতীক্ষায়।
একটি মন্তব্য পোস্ট করুন