নদীর সাদা বালি, স্তরে স্তরে গড়েছে
মাঝপথে চড়া; চিকমিক করে রৌদ্রে
ঔজ্জ্বল্য প্রকাশে; চোখ মেলে দেখা ভার
প্রতিবিম্বিত আলোকে; ক্ষণস্থায়ী ও যে,
জাহিরে আপনি শুধুই ভাটার টানে।
জোয়ার জলোচ্ছ্বাসে মাতোয়ারা, উন্মত্ত
আবেশনে নবোঢ়া, পতিসংগমে যথা
শীৎকারে, অনাস্বাদিত আনন্দে ভাতি।
শ্লথ হয় গতি, কালে পলি জমে স্তরে
ভরি সংসার, ঝোপ-ঝাড়, বনজ-প্রাণে।
দখলিত ভূমি, ওঠে চাল, টালি-টিনে,
নীরব সৌন্দর্য নাশে, ঈর্ষা কোলাহলে।
প্রকৃতির কালচক্র অমোঘ প্রকাশে,
ভৃমিকম্পের মন্থনে সুনামি প্রকটে।
একটি মন্তব্য পোস্ট করুন