ব্যস্ত বিকেল চেয়ে - ব্যস্ততার দিকে,
নিজ কাজের গভীর মনযোগ।
কমে আসে স্নায়ুর বল,
দ্রুত ক্ষয়ে যাওয়া স্থায়ীত্বের,
দড়ি ধরে ঝুলতে থাকে।
ফিরতে হবে ঘরে,
দরজা, জানালা বন্ধ করে।
সলতে পুড়ে শেষ হতে হতে,
ক্রমশই ক্ষীণ হয় আলো।
ফড়িং আনাড়ি নৃত্য,
চামচিকির হিজিবিজি দাগ কাটা,
ক্লান্ত দখিনার অবশ মন,
সাঁতার কাটে বিকেল দিঘীতে।
একের পর দুইয়ের মত,
পিছনে দাঁড়িয়ে রাঙা গোধূলি,
এখুনি স্টেশন ছাড়বে ব্যস্ত বিকেল।
একটি মন্তব্য পোস্ট করুন