অবিনশ্বর - নবমিতা চ্যাটার্জী




 সন্ধ্যামনির একঝাঁক তারা ভিড় করেছে উঠানে

ঘুমবৃষ্টির অণুগল্প ছড়িয়ে ছিটিয়ে মেঘলা আকাশের মনে

মনখারাপের দিগন্তরেখা আজ সপ্তর্ষিকে খোঁজে,

গহীন আঁধারে পথহারাদের মায়ের আঁচল ভীষণ টানে

নীড় ছাড়া সেই অচিন পাখি পারিজাতের পানে,

ছোট্ট জীবন, বড্ড একা, কেমন করে সেটা বোঝে!

এই ভূস্বর্গ তোমার! এই ছোট্ট বাসা আমার!

এ বন্দনাগীতি তাদের! ওই গর্বিত স্মৃতি তাঁর!

দেখো আমার, তোমার সবার নদী নীরবতায় কি বলে,

কথামালা হাত ধরে যায় মহাকাশের সমুদ্র মাঝে

দুই দিনের এই খেলনাবাটি, গুছিয়ে রাখা ঘর

এমনি পড়ে থাকবে সবই, সবই হবে পর...

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন