সান্ধ্য বৈরাগ্য - শিবানী বাগচী

 



ছায়ার কাছে করেছি আত্মসমর্পণ,

ফিরে আসার পথ খুঁজে পেতে --

হেঁটে চলেছি অদৃষ্টের পথে, আমি বাকরহিত।

 

শূন্যতার গল্পে সেদিন জিজ্ঞাসাগুলো ছিলো ব্যক্তিগত;

মাপিনি তাই সম্পর্কে অভিমানের গভীরতা!

 

অকপটে আমি যতবার সম্ভাবনার ছবি আঁকতে চেয়েছি,

ঠিক ততোবারই তুমি ব্যর্থতার রং তুলিতে --

মুঠো মুঠো ছাই ভাসিয়ে দিয়েছো ফিরতি বাতাসে;

ফুঁ দিয়ে অন্ধকার সরাতে আকাশ করেছি ঘোলাটে।

 

সাদা কাগজে লিখতে চেয়েছি কিছু না বলা কথা --

অথচ আমার দাম্ভিক পেনের খোঁচায় ;

ফুটো হয়ে গেছে, তার শেষ চরণ।

 

বিছানা বদলাতে, হাজার পাতার করতালিতে,

কুড়িয়ে নিয়েছি হেমন্তের হলুদ --

অষ্টাদশী শালিকের বুকে

বুনো শব্দে এঁকেছি সান্ধ্য বৈরাগ্য !

 

Post a Comment

নবীনতর পূর্বতন