সাঁঝচুলার গনগনে নিম্নবিত্ত একবেলার আঁচ ঘিরে
রুটির সান্ধ্যসুবাসে সুবাসিত হেমন্ত উঠান।
সারাদিন খুঁটে খুঁটে স্বপ্নহীন শ্রমদিনজীবীটা দাওয়ায় পা রাখে
চেনা সোহাগের ডাকে হৃদয়েতে প্লাবন অথৈ
টান আছে
প্রাণ আছে।
রূপার চাদর গায়ে জড়িয়ে গরিবের মেঠোচাঁদ
কেটেফেলা অঘ্রাণ ধান জেগে রাতপাহারায়...
জাগতে রহো
জাগতে রহো।
উচ্ছিষ্ট আর উচ্ছিষ্টার ছাপোষা দিনান্তের গল্পছানারা
ফেলে আসা মরা আঁচে হাত পা জুড়ায়
ধুলোমাটির ফিনফিনে স্পর্শশিথিল অন্তর্বাস ফুঁড়ে
অবাধ্য যৌবন ছলাৎ ছলাৎ ছলাৎ...
উলঙ্গ ঢেউ ধরে ভেসে আসে মাটির প্রণয়দাতা।
একটি মন্তব্য পোস্ট করুন