বুকের অরণ্যে তোমায় খুঁজলে দেখি
ভেজা ভেজা অন্ধকার।
চারিদিকে শ্যাওলা পিচ্ছিল পথ
কেমন অচেনা লাগে নিজের কাছেই।
একটা দিনের হিসেবে লাল নীল হলুদ,
প্রজাপতির যাপন একদিন শুঁয়োপোকা ছিল।
ভালোবাসা বলে দেয় চাঁদ উঠলে জেগো,
সারা রাত বুকের ভেতর বিসমিল্লা মেখো।
সব চেনা গন্ধ রজনীগন্ধা নয়--
তবুও কিছু ইশারা থাকে।
প্রশ্রয়ী চোখ বুকের অলিগলিতে ঘুরলে,
ভালোবাসা কদম তলায় কৃষ্ণ উপাখ্যান।
একটি মন্তব্য পোস্ট করুন