ছায়া হয়ে - অনিন্দিতা মন্ডল


তুমি চলে যেতে পারলে হঠাৎ করেই

যেভাবে কালবৈশাখীর পূর্বাভাসের পরেও

ঝড় চলে যায় অন্য কোনো দেশে কিংবা সীমান্তে।

তারপর লোকজন, হইহই, রিচুয়ালস্, খরচাপাতি,

পিছুটান, সধবা রূপ, শুকনো শোক

সব কেটে যায়, ফুরিয়েও যায় একসময়।

শুধু রেখে গেলে ছেঁড়া জুতো, এঁটো ভাতের পাত ,

বাবার দেওয়া সাইকেল আর একটা ভরা সংসার।

সেই সংসারের দায়িত্ব নিতে গিয়ে দেখি

তুমি ছায়া হয়ে দাঁড়িয়ে আছো, অধরা

যেভাবে রাতের গায়ে লেগে থাকে রোদ্দুর

শীতল জ্যোৎস্না হয়ে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন