অভিনন্দন - তৈমুর খান

 


জলসর্দির আকাঙ্ক্ষা থেকে উঠে দাঁড়াচ্ছি

এই প্রত্ন শহরে তবু অমোঘ বিহ্বলতা আছে

দুয়ারে দুয়ারে তাদের ডাক শুনতে পাই

ছদ্ম ঘোর কেটে গেলে

উত্তেজনা প্রসূত বারুদ

কেবল আগুন চায়

 

এখন সব আগুনের মুখ

মুখে মুখে আগুনের ভাষা

 

আহা লেলিহান

তাপ পাই

তাপে তাপে কার অভিনন্দন সেঁকে নেয় প্রলাপ?

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন