আমি ছিলাম সামান্য এক গল্পকার। কল্পনার শব্দ বুনে কিছু লেখা, বই আকারে প্রকাশ পেয়েছিল। আবার কিছু লেখা, ডাইরির পাতায় অসমাপ্ত হয়েই থেকে গেছে।
আজ আমার শ্রাদ্ধ। সকাল থেকেই আত্মীয়-অনাত্মীয়, বন্ধু-বান্ধবদের আনাগোনা। কারো হতে সুন্দর রজনীগন্ধার ফুলের মালা আবার কেউ নিয়ে এসেছে মিষ্টির প্যাকেট।
একে একে এসে ফটোতে মালা পরাচ্ছে। কেউ বা ধূপ জ্বালিয়ে শ্রদ্ধায় মাথা নত করছে। কিছু মানুষের আলপচারিতা কানে আসতেই আমি হতবাক হয়ে গেলাম।
"কী অসাধারণ উনি লিখতেন… !!" আবার কেউ বলে উঠল, "ওনার লেখায় একটা মাধুর্য ছিল আর ছিল গভীর অনুভব"... !!
আমি পাথর দৃষ্টি নিয়ে ভাবতে বসি; বেঁচে থাকতে এই সব মানুষেরা আমার লেখা একটা বইও খুলে দেখেনি! পড়া তো দূরস্থ; কোনো সময় বই উপহার দিলে তাচ্ছিল্য ভরে নিয়েছে বা কখন নিতে অস্বীকার করেছে ইনিয়ে - বিনিয়ে কিছু একটা বলে!
ওহ্ ! এবার আমি বুঝেছি, মরলেই প্রশংসা পাওয়া যায়। বেঁচে থাকতে নয়।
একটি মন্তব্য পোস্ট করুন