চেনাচিনি - শ্রীমন্ত সেন


একবুক নদীজলে কেউ খোঁজে জল,

কেউ খোঁজে অবিরল সত্যের আভাস,

যত জমা কথা বুকে করে ছলছল,

নিজেকে হারিয়ে ফেলে আনন্দ উদাস।

 

যত চেনাচিনি সব উপরে-উপরে,

যত জানাজানি সব প্রায় অনুমিতি,

জলছাপ ফুটে ওঠে পদক্ষেপ পরে,

বন্ধুত্বের অন্য নাম শুধু পরিচিতি।

 

গহন বিশ্বাসে কেউ ধরে প্রিয় হাত,

কেউ ভোগে অভিমানে আশঙ্কা কারণে,

কেউ দেয় চুপিসারে বেসাতি-বরাত,

কেউ লাগে ঘটে যাওয়া ভ্রান্তি নিবারণে।

 

সবাকে আপন করে সেই পারে নিতে

মন যার মিশে যায় একান্তে মননে,

নদীর গোপন দিশা সেই পারে দিতে

মন যার যেতে পারে নদীর গহনে।

 

চেনাচিনি অনুভবে, প্রাণের অন্দরে,

চেনাচিনি সহজিয়া হৃদয়-আবেশে,

চেনাচিনি সুগহন ভাবের বন্দরে,

চেনাচিনি অমৃতের কণা ভালোবেসে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন