অন্য মোনালিসা - সুমন্ত কুন্ডু


তোমার চোখের ভাষা বুঝতে পারিনি সবটা

আজও তাই তাকিয়ে আছি বিস্ময়ে –

তোমার ঠোঁটের ইশারা

             ধরতে পারিনি এখনও,

ভ্রূভঙ্গে কেমন ভ্রূকুটি , অপাঙ্গে কিসের অভিমান!

ঠিক করে বুঝতে পারিনি কিছুই

তাই অপলক চেয়ে আছি

তোমার নস্যি রঙের উদাসীনতার দিকে ।

 

তুমি বুঝি হাসছ, বিদ্রুপের হাসি

বুঝি কাঁদছ, বিরহের কান্না

বুঝিবা ভাবছ, আপনজনের ভাবনা –

 

তুমি অপূর্ণতায় পূর্ণ, রহস্যে উজ্জ্বল

ধরতে পারিনি বলে তোমার স্থিরচিত্রের অন্তরাত্মা

অন্য মোনালিসা, আমি তোমার দিকে চেয়ে আছি

               জীবনের অনেকটা সময় জুড়ে।

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন