বৈশাখ এসেছে - ঝুমা দত্ত


ঝরা পাতারা ঝরছে তালে

নব পল্লব সাজছে ডালে,

মৌ, প্রজাপতি বলছে কানে

বৈশাখ এসেছে মনে প্রানে।

 

আয়রে তোরা আয়রে দ্বারে

সুখ, আনন্দ নে রে ভরে,

দুঃখগুলো পড়ুক ঝরে

ডাকছে রৌদ্রী কড়া নেড়ে।

 

সোনা মাখায় রোদ মাখছে গায়ে

আমের মুকুল দিঘির পায়ে,

আধো আধো ঘুম গাছের ছায়ায়

তরুলতার স্নেহের মায়ায়।

 

পলাশ ফুলের মালা গেঁথে

সাজলো সবুজ আঁচল পেতে,

ভোরের আলোয় শীতল মাখা

কৃষ্ণচূড়ার দোলে শাখা।

 

ভাঁট ফুলেরা ঢুলছে রোদে

নাইতে নামে কারা নদে!

ঝলমল রোদ পড়ছে জলে

টলমল জল দুলছে তালে।

 

কুহু কুহুতান বাজছে দূরে

আমের শাখে বৈশাখ সুরে,

নাম না জানা অচিন পাখি

সেও যেন আজ ভীষণ সুখী।

 

নতুন নতুন সবুজ পাতায়

সাজবে জীবন গল্পকথায়,

ঝোড়ো হাওয়ার সঙ্গে যায়

বিবর্ণরা দূর ঠিকানায়।

Post a Comment

নবীনতর পূর্বতন