ষ্টেশনের ভাঙা এবড়ো-খেবড়ো সিমেন্টের স্ল্যাবটার উপর
একজন মাঝ বয়সের ব্যক্তি হলুদ পাঞ্জাবী আর লুঙ্গি পড়ে চিৎপটাং। ঘুমে বিভোর। পাশ
দিয়ে গেলে গন্ধে মালুম হয় তার আসল কারণ।
ট্রেন থেকে নামা সকলেই পাশ দিয়ে চলে যাচ্ছে। কেউ এড়িয়ে কেউবা দাঁড়িয়ে যাচ্ছে এক মিনিটের অবলোকনে। দুরে দাঁড়িয়ে কয়েকজন যুবক
লোভী চোখে পকেট হাতরাচ্ছে। আজ আবার তীব্র গরমে কয়েক ফোঁটা ঝরেছে। পেটে একটু পড়লে
বেশ মৌজই হত।
এক মা তার ছোট ছেলেকে নিয়ে পাশ দিয়ে যেতে গিয়ে নাক
সিঁটকিয়ে সরে চলে যেতে চাইলে বাচ্চাটি সেই দৃশ্য দেখে মায়ের হাত ছেড়ে দিয়ে দাঁড়াতে চাইল। মা টানে। ছেলে নাছাড়
!
হঠাৎই ছেলেটা পায়ের জুতোজোড়া খুলে হাত জোড় করে প্রনাম
করতেই মা তাড়াতাড়ি ছেলেটিকে কোলে তুলেই দৌড় …।
কিন্তু ছেলেটা মায়ের কোল থেকেই চেঁচাচ্ছে, “মা দ্যাখো, দ্যাখো, বাপি আবার আবারও গাজনের উপোস করেছে যে … “
পত্রিকা এবার খুব ভালো হয়েছে। গুনীজনের জন্য রইল শ্রদ্ধা শুভেচ্ছা।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন