ভুবন মন্দিরে স্নিগ্ধ প্রদীপ জ্বেলে,
প্রাণ সঞ্চার কর ঐ পূবাকাশে।
হলদে আবির ছোঁয়াও,
নিশির অধর জুড়ে।
ধূসর রজনীর অব্যক্ত আবেগ বুঝি ,
মুক্তি পায় তব নব্য সোহাগের সুরে।
ধরার যজ্ঞস্থল সাজাও হে তুমি,
সাজাও শুভ্র সৌরভে।
গোপন অভিলাষ পূজিত হয়,
সজীব আশার গৌরবে।
শ্যামল তরুদের চিত্ত তাই বিকশিত,
আগলে রাখা স্মৃতিরা,
আবারও স্বপ্নের ওপারে শিহরিত।
না জানি কোন লগ্নে মিলিত হবে তারা,
নিষ্প্রাণ আবেশে অবগাহন করে যারা।।
একটি মন্তব্য পোস্ট করুন