নীরবতা - শর্মিলা সরকার


অভিযোগে যদি হয় চেঁচামেচি !
তবে নীরবতাই ভালো আছি  
ভাবনা গুলো না হয় ভাবুক নিজের মতো ,
নিজেকে না হয় নিজের মতো গুছিয়ে রাখো 
ঠিক ভুলের হিসেব করুক নাহ্ সে বিচার !
যদি তুমি ঠিক হও তবে চিন্তা কি আর ?
কালের স্রোতে জীবন থেকে যায় যে সময় নেমে ,
বড্ড দামী সময় যে গো থাকে না সে থেমে 
ভুল না করেও ভুলের বোঝা কেউবা যদি চাপায়!
বিশ্বাস রাখো,ধৈর্য্য ধরো ঠকাবেনা সময় 
বোকার মতো তর্ক করে কোরো না নিজেকে প্রমাণ ,
থাকে না তাতে আত্মবিশ্বাস হানি হয় আত্মসম্মান 

 


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন