ভালোবাসা - অর্পিতা দাঁ


           ভালোবাসা তুমি সুন্দর,

        যেখানে সূর্যের প্রথম কিরণে

  পাখিরা গেয়ে ওঠে গান মনের আনন্দে,

  ফুলের বনে দোলা লাগে মৃদুমন্দ বাতাসে,

  প্রজাপতি রঙিন পাখা মেলে উড়ে বেড়ায়

 

           ভালোবাসা তুমি উচ্ছ্বাস,

          যেখানে পাহাড়ের গা বেয়ে 

  নদী  নেমে আসে চঞ্চল তরুণীর ভঙ্গিমায়,

  তারপর আপনমনে বয়ে চলে দেশ-দেশান্তরে,

  আর আমাদের সমস্ত গ্লানি ভুলে- 

          নতুন কিছু সৃষ্টির শিক্ষা দিয়ে যায়

   জীবনের ওঠা পড়ায় নতুন করে বাঁচতে শেখায়

 

            ভালোবাসা তুমি দায়িত্ব,

      যেখানে একে অপরকে করে অঙ্গীকার 

  একসাথে পথ চলার,ভালো রাখারভালোবাসার

  সমস্ত কঠিন পরিস্থিতি একসাথে জয় করার

  জীবনের সকল ওঠা পড়ায় পাশে থাকার

 

              ভালোবাসা তুমি শান্তি,

       যেখানে মা বাবা তোমরা আছো

   তোমাদের স্নেহের ছায়ায় সকল দুঃখ হয় দূর,

              ঘর হয়ে ওঠে মন্দির


Post a Comment

নবীনতর পূর্বতন