তোমার রাঙা ঠোঁটে দেখেছি
চতুর্দশী চাঁদের হাসি
একরাশ এলোচুল, সে তো
শ্রাবণের কাজলঘন মেঘরাশি ।
তোমার চলার পথ জুড়ে
বনহরিণীর চপলতা
স্নিগ্ধ কোমল চোখের তারায়
মিষ্টি হাসির লাজুকতা।
বাঁধন খুলে মনের পাখি
তব আঁখি পানে চেয়ে দেখি
স্বপ্ন পূরণের আকুলতা
দোদুল দোলে মম হৃদয়!
বয়সের পাকদন্ডীতে
নিরালা নিঝুম সন্ধ্যায়
খুঁজে ফিরি আজও তোমায়
হাতে নিয়ে একগুচ্ছ বন্য রঙ্গন।
একটি মন্তব্য পোস্ট করুন