অন্ত্যহীন বৃত্তান্ত - মোহাম্মদ শহীদুল্লাহ


পণ্ডশ্রমের আশেপাশে

নাটকীয় মোড় ঘোরার মতো কিছুই ঘটেনি,

শল্যময় থিয়েটার এবং

অন্ত্যস্থ আলোর নীচে

কিঞ্চিৎ দলিতমথিত হয়েছে

হতভাগ্যের শরীর।

নানান মঞ্চায়ন শেষে

মেশিনের বদৌলতে জানা গেলো

খন্দকার মাটির কান্না শুনে ফিরে এসেছে।

সুতরাং গোর খোদকের কাজটাই বৃথা গেলো।

 

এখানে অহংকারী প্রচুর সকাল ছিলো,

সকালে শিয়রে ঘুম জাগানিয়া পাখি ছিল।

 

ছেলেমী ভরা আলুথালু দুপুরের গায়ে 

রূপকথার গল্প সেঁটে দাঁড়ানোর

 কাজটাই পিছিয়ে গেছে।

পিছিয়ে যায় শিরদাঁড়া।

সকালটা একান্ত নিজের,

তবুও পরাধীন স্রোতে

নিজেকে বৃত্ত বৃত্ত লাগে।


Post a Comment

নবীনতর পূর্বতন