কাছাকাছি আসতে বাধা দিলাম।
কাটাকুটিগুলো চোখে পড়ে
তীব্র বেদনা বারবার আছড়ে ফেলে ,
মরা বালিশের ভাঁজে।
হঠাৎ দেখা গল্পকথায়,
আমি ক্লান্ত শরীরী এক লাশ।
আমি কারোর নই....
বাতাস হয়ে নিঃশ্বাস নেওয়া এক জীব
যার নেই কোনো ঠিকানা।
কাচের গ্লাস যদি ভাঙতে পারে
তবে মনের আওয়াজ শুনতে পাও না কেন?
মনটা গুটি গুটি পায়ে তাকায় বন্ধ দরজার দিকে।
হতাশ বোতল আজও বদ্ধ কালো ছিপির তপ্ত জলে।
একটি মন্তব্য পোস্ট করুন