এমন বিকাল কতদিন দেখিনি
খোলা আকাশ, ধূ ধূ প্রান্তর।
কতদিন তোমায় অনুভব করিনি।
এমন ঘনঘটায় জানি
কতদিন বারিধারা নামেনি।
মনের যত ধুলো, গ্লানি, বিমর্ষতা যেন
ধুয়ে মুছে নিয়ে গেল এই বৃষ্টি।
কত অভিযোগ যে জমেছিল,
পথের ধুলোর মত, ধুয়ে পরিষ্কার
হয়ে স্বচ্ছ হলো সৃষ্টি।
কখনো অস্তিত্বের লড়াই,
কখনো সম্মানহানির দ্বন্দ্ব,
কখনো সমস্ত জমে থাকা বেদনা
কষ্ট দেয় প্রাণে বার বার।
যাক দূর হয়ে আজ এই অপরাহ্নে,
শুরু হোক নতুন জীবন আবার।
সবুজ বনানী আজ যেন আরও সবুজ ,
মনটা বড়ো বাঁধভাঙা, হয়ে ওঠে অবুঝ।
অঝোরে মুশলধারে বৃষ্টি কতদিন যে হয়নি।
কতদিন ওই ছোট ঘাসগুলো
ভালোবাসার ছোঁয়া পায়নি।
আজ আবার আশায় তারা বুক বাঁধছে,
হলুদ হয়ে যাওয়া পাতাতেও আবার
প্রাণের পরশ জাগছে।
বৃক্ষরাজি আজ মাতোয়ারা আনন্দে
বৃষ্টির আগমনে তারাও আজ যেন
নেচে উঠেছে ছন্দে ছন্দে।
হোক না পতন সমস্ত জমা
অভিযোগগুলোর আজ
তারা সাজুক নাহয় নতুন সাজ।
আসুক এমন বৃষ্টি বার বার,
যার সুর ও মূর্ছনায় ভেসে
যাক হৃদয়ের তার।
একটি মন্তব্য পোস্ট করুন