দুঃখবিলাস - অর্পিতা ঘোষ পালিত


 

সরল হলে পাবে না কোনো ঠিকানা,

আছে আপনজন, আবেগ গলানো বাণী,

সূর্যালোকে দেখা যায় না নির্লোভ মনুষ্যত্ব,

দূর থেকে শুধু ঝলকের চমকানি।

 

সত্যি মিথ্যাই সর্বগ্রাসী, ঔদ্ধত্বেই স্বস্তি,

রাস্তার তুমুল চিৎকার, সবই লীলাময়,

বাঁচার জন্য ভালোবাসার নেই দরকার!

জবর-দখল অধিকার, বসন্ত আর রোদ-ময়।

 

আনাচে-কানাচে মহোৎসব আর শরীরী আদর,

ছলাকলায় শান্তি ওড়ে গোলাপী রাতে,

কোনকিছুতে এড়ানো যায় না কোনো মতে!

দু-একটা পালক খসে ঝড়ের দাপটে।

 

হাড় হা-ভাতের ছেড়াখোঁড়া জীবন যাপন,

চোখে ওদের ভাতের স্বপ্ন ভাসে,

ঘরে বসে পুষি শুধু দুঃখবিলাস,

এতকিছু দেখে ঈশ্বর মুচকি হাসে।


Post a Comment

নবীনতর পূর্বতন