ভিতরের প্রখর উত্তাপে,
দিন ভেঙে ভেঙে,
পথ মেলে ধরে,
অপেক্ষার সবুজ পাতা।
ক্ষতের জঞ্জালের ঘনীভূত দিনগুলো,
আলোর অক্ষরে গল্পের স্রোতে,
বাঁচিয়ে রেখেছে তেষ্টা।
আত্মক্ষরণের অঝোর ধারাপাত,
জমানো শূন্যতা প্রদীপ জ্বালায়।
পিঠ ঠেকিয়ে রোদ,
দুঃখের গাঁথা বুনে।
তুলি আর রং-পেনসিল,
ছবি ফুটায় কেন্দ্রে।
গালে হাত দিয়ে বসে দিন,
আত্মহননের উষ্ণ উত্তাপে,
দীর্ঘ হয় অস্বস্তি।
একটি মন্তব্য পোস্ট করুন