বৃষ্টির ব্যথা - নীলাঞ্জনা চক্রবর্তী



বৃষ্টির বুকে লুকোন যে মায়া থাকে -

চোখ বুজে কি নিয়েছিলে তার ঘ্রাণ?

ছুঁয়ে দেখেছ কি তার প্রত্যেক ফোঁটা

বুঝেছ কি এই বৃষ্টিরও আছে প্রাণ!

তোমরা শুধুই মেঘের দিকে চেয়ে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি যাচনা কর,

বুঝেছ কখনও এইভাবে ঝরে যেতে

বৃষ্টিরও যে ক্লান্ত লাগে বড়!

কতদিন ওই মেঘের বুকেতে ভেসে

তবে বারিধারা নামে চরাচর জুড়ে,

শুনো কান পেতে রিমঝিম সুরে সুরে

বৃষ্টির ব্যথা ছন্দেতে বেজে ওঠে।


2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন