বিষণ্ণ আবেগ - শ্রীমন্ত সেন

  


 

 

বিষণ্ণ আবেগ নিয়ে কত আর

অন্য হাতে রাখা যায় হাত,

চোখে আলোর আভাস ফুটতে না ফুটতেই

শেষ হয়ে যায় রাত মিলন-উৎসুক ।

 

অপেক্ষায় থাকে আশাবরী রাগ,

অপূর্ণ সোহাগ ওত পেতে থাকে

একটুকু আগামী উষ্ণতার খোঁজে—

নন্দিত হতে কার না ভাল লাগে।

 

কিন্তু বৃথাই সময় যায়,

বিষণ্ণ আবেগ থাকে

প্রসন্ন স্পর্শের প্রতীক্ষায়।

Post a Comment

নবীনতর পূর্বতন