ভীষণ শখে - অনিন্দিতা মন্ডল

 


সুখের বয়স গাছপাহাড় জানে না

দুঃখ হেলায় হারিয়ে যায়।

ভীষণ শখে মাটিও একবার

আকাশ জুড়ে উড়তে চায়

 

পায়ের পাতায় ক্ষিদের ভার

তাকিয়ে থাকে মুখের দিকে

ভীষণ শখে ভাঙা কলম

ছন্নছাড়া গল্প লেখে

 

শীতের বুকে বৃষ্টি এলে

মাটির বুকে ভেজাভাব

ভীষণ শখে সূর্যমুখীও

পাল্টে ফেলছে রোদ্দুরে স্বভাব।


Post a Comment

নবীনতর পূর্বতন