সময় চলে গেলে সবাই অফুরন্ত দুঃখ পায়
বয়সটাকে হারালে চলবে না
এখনো অনেক পথ বাকি
ফিরে আসতেই হবে, সূর্য যতই ঢলে পরুক
গোলপোষ্টে যতগুলো গোল হোক না কেন
মাটির উপর ঘাস জন্মাবে, আর বেড়েও উঠবে।
পরিচিত মুখ দেখাদেখি, পুজোর আনন্দের মতন
উৎসবও হারিয়ে যাবে না কখনো জীবন থেকে জানি।
সেই গতানুগতিক পথ ধরে এগিয়ে চলবে রথ
যুগান্তের পথে
মহাকালের পাতায় ইতিহাস হয়ে চিরশয্যা সাজিয়ে
পৃথিবীকে আর একবার প্রদক্ষিণ করবো।
একটি মন্তব্য পোস্ট করুন