মোটামুটি সবার কথাই তো বলা হল এবার,
শুধু নিজের কথাই বলা হয়নি কখনো
বাকি থেকে গেছে অনেক কথা
তবু পেপার ওয়েটের নিচে জমে থাকা কথা
বলা হয়ে ওঠেনি কখনো।
চেষ্টা করি মাঝে মাঝে
তখন কিছু বলা হয়, অনেকটাই বাকি থেকে যায়।
তাই আজও প্রতি মাঝরাতে ঘুম ভেঙে
উঠে বসে কেবল মনে হয়,
শুধু নিজের কথাই তো বলা হয়নি ।
গোলাপের মত শক্ত কাঁটা নিয়ে
ঘুরতে ঘুরতে ঘড়িটা আমাকে ধমকায়।
একটিবার নিজের কথা বলার জন্য
আমার ভয় হয় খুব।
তাই তাকে কত কিছুই তো বলেছি ।
তবু আয়নার সামনে দাঁড়ালে মনে হয়,
শুধু নিজের কথাই তো বলা হয়নি কখনো।
একটি মন্তব্য পোস্ট করুন