সবুজ ভোরে - সত্যনারায়ণ মিত্র


আমায় দিও একটা সবুজ ভোর

শরীর জুড়ে ঘুম জড়ানো শাড়ি

ঘড়ির তাড়ায় সিঁড়ির প্রবল বাধা

প্রেমের খাতায় লম্বা জটিল আড়ি।

 

আমার সকাল গল্প জমায় রোজ

তোমার তখন আধোঘুমে মাঝরাত

বর্ণমালায় ডিপ্রেশনের ফাঁকি

খাতার ভাঁজে ঝর্ণা কলম থাক।

 

মেঘ-পিওনের লম্বা উড়োচিঠি

চায়ের প্লেটে খুচরো সময় কারো

আমায় ছুঁয়ে মিথ্যে বলা কেন?

ধুত্তেরি এই গল্প বলাই ছাড়ো।

 

অঙ্ক কষায় ভুল আমারও হয়

সরল-জটিল অনেক প্রশ্ন বাকি

ঠিকের যেন নেই কোন ঠিকানা

আবার তুমি পথ হারালে নাকি!

 


Post a Comment

নবীনতর পূর্বতন