অশ্রু - উৎপল গুহ



হয়তো আজও, তোমার জন্যে - - - -

লিখে উঠতে পারিনি মধুর কোনো গান,

লেখা হয়ে ওঠেনি কোনো নিটোল কবিতা।

কিন্তু তার মানে কি - - - - এই - যে

তোমার জন্যে কোনও গান নেই —

আমার বুকের গহীনে ?

কবিতা নেই আপাত ধূসর —

জীবনের খাতার পাতায় ?

কে বলতে পারে, হয়তো কিছু কান্না

একদিন গানের কলি হয়ে - - - - -

উড়ে যাবে তোমার মঞ্জরিত আম্রকুঞ্জে ?

বেদনার প্রতিটি বিন্দু —

কবিতার পাপড়ি হয়ে - - - - - -

সুগন্ধ ছড়াবে বাতাস-বাড়ির আঙিনায় ?

কিংবা জমবে যখন লোনা জল —

অজান্তেই তোমার চোখের আড়ালে,

হয়তো তখন ঝিরি ঝিরি বৃষ্টির মত

একদিন ঝরবে সে গানের সুর —

কবিতার বিনম্র আখরে - - - - - -

ফোঁটা ফোঁটা অদৃশ্য অশ্রুধারা হয়ে !!

 


Post a Comment

নবীনতর পূর্বতন