অলসতার পাহাড় - প্রসেনজিৎ মান্ডী

 


অলসতা এলে মনে ভয়ঙ্কর জীবন

কাজ হাজার একে একে জমে হয় বহু

জমা হতে হতে তৈরি করে জটিলতা

কত শত বহু জটিলতা জন্মদেয় ব্যর্থতার

মানসিক অবসাদের গ্লানি আর হীনম্মন্যতা

 

তবুতো চলার পথে অনিচ্ছার অলসতা 

জড়ো করে করে পাহাড় নির্মাণে ব্যস্ত আমি

কত পুঞ্জীভূত কঠিন কাজের শিলাতে নির্মিত

তবে কি এই অলসতার পাহাড় কোনদিনও -

ভাঙতে কি পারবো আমি আর?

 

হয়তো পারবোই আমি কোনদিন এই -

পাহাড় ভেঙে উর্বর সমতল কৃষিজমি গড়তে!

যে গুলো সহজ কাজ - করে নিতে হবে আজ

তারপর একে একে সব লিস্ট করে নিয়ে

কঠিন কাজের শিলা ভেঙে যেতে হবে। 

 

যতই কঠিন হোক সে কাজের শিলা আগ্নেয় 

ব্যাসল্ট - গ্রানাইট হোক কিংবা পিউমিস অথবা 

হোক সে রূপান্তরিত জিনেসস্লেটমার্বেল -

সব ভেঙে ক্ষয়ে যেতে পরে। লোহার থেকেও

কঠিন যে দৃঢ় সংকল্পে হতে পারে মানুষ


Post a Comment

নবীনতর পূর্বতন